সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে এক মালবহনকারী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার বেলা ১১টার দিকে কুলাউড়া রেল সেকশনের বরমচাল স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মুহিত রাইজিংবিডিকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী মালবাহী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছামাত্র এক কোচের চার চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় এই রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা দুই ট্রেন আটকা পড়েছে। সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশে সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশনে এবং ঢাকা থেকে ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে আটকা পড়েছে।
এদিকে, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন কাজ চালিয়ে যাচ্ছে।
এশিয়াবিডি/সামাদ/সাইফ