রাজনগরে কাজী খন্দকার ব্রিকস’কে জরিমানা


মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ‘কাজী খন্দকার ব্রিকস’ ইটভাটার মালিক মসুদ চৌধুরীকে সোমবার ৩০ ডিসেম্বর জরিমানা করা হয়েছে। এক্সাভেটর ও অন্যান্য সরঞ্জামাদি তাৎক্ষনিক সরিয়ে নেয়ার শর্তে মুছলেকা এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পান।

সোমবার বিকেলে কুচিমুড় নদীর পারের মাটি কাটার সময় রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এদিকে ওই ইটভাটার মালিকের বিরুদ্ধে এর আগে এ এলাকার ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দূর্ভোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর সদর ইউনিয়নের মুরালী গ্রামে শহীদ দানু মিয়া সড়কের পাশে ‘কাজী খন্দকার ব্রিকস’ নামে একটি ইটভাটা রয়েছে। এই ইটভাটায় ইট তৈরির জন্য পাশের খননকৃত কুচিমুড় নদীর পারের মাটি কেটে আনেন ইট ভাটার মালিক ওই এলাকার সেলিম আহমদ চৌধুরী। মাটি আনা নেয়ার সময় ট্রাকের মাটি পড়ে পাকারাস্তা ক্ষতিগ্রস্থ হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় জানান, ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা নগদ আদায় করা হয়েছে। এক্সাভেটর ও অন্যান্য সরঞ্জামাদি তাৎক্ষনিক সরিয়ে নেয়া ও মুছলেকা দেয়ায় জরিমানা করা হয়নি।

আরও সংবাদ