লেবানন বাংলাদেশ দূতাবাসে ফটোকপি দিয়ে পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর ফটোকপি দিয়ে নতুন পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার স্হানীয় সময় সকাল ৯ ঘটিকায় কার্যক্রমের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবন্দুল মোতালেব সরকার। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সকাল ৯টা দুপুর ১২টা পর্যন্ত চলবে এই আবেদন গ্রহন।
এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুতাবাস থেকে পাসপোর্ট নবায়নের ঘোষণা আসলে লেবাননে আনাচে কানাচে খবরটি পৌঁছে যায়। যদিও দূতাবাস থেকে অনুরুধ করা হয়েছিল দুতাবাসে হাজার হাজার লোকের ভিড় না জমাতে। এরপরও হাজারেরও অধীক প্রবাসী পাসপোর্ট নবায়নের আবেদনের জন্য আসেন। এতে দূতাবাসকে পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হয়।
পরিস্থিতি সামাল দিতে আগামী দিন থেকে এপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, দূতাবাস প্রতিদিন ২০০জন প্রবাসীর আবেদন গ্রহন করতে পারবেন। অনেক দুর দুরান্ত থেকে এসে শত শত প্রবাসী ভিড় জমালে সবার আবেদন গ্রহন করা সম্ভব হবেনা। তাই আগে থেকেই দূতাবাসের হটলাইনে কল করে সিরিয়াল নাম্বার নিতে হবে। সিরিয়াল নাম্বার ব্যতিত কারো আবেদন গ্রহন করা হবেনা।
কর্মসূচী বন্ধ হয়ে যেতে পারে, প্রবাসীদের এমন শংকা না করতে বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এই সুযোগ কয়েক মাস ধরে চলবে। আজ বা কাল আবেদন জমা করতে না পারলে হয়তো পাসপোর্ট পাবনেনা এমটি ভাবার কোন কারণ নেই। নিয়ম অনুযায়ী সবাইকে পাসপোর্ট দেয়া হবে। তাই সকলকে ধৈর্য্য ধরে এপয়েন্টমেন্টের মাধ্যমে সিরিয়াল নাম্বার সংগ্রহ করে দূতাবাসে আসার অনুরোধ জানান তিনি।
এছাড়া ফটোকপি দিয়ে পাসপোর্ট করতে ইচ্ছুক লেবানন প্রবাসীদেরকে দূতাবাসের হটলাইনে (ফোনঃ ৭০ ৬৩৫ ২৭৮) তাদের নাম ও আগের পাসপোর্টের নম্বরসহ শুধুমাত্র WhatsApp মেসেজ পাঠিয়ে এপয়েন্টমেন্ট নেয়ার জন্য অনুরোধ করা হয়। মেসেজ পাওয়ার পর সকলকে ফিরতি মেসেজের মাধ্যমে একটি সিরিয়াল নম্বর ও তারিখ প্রদান করা হবে জানান তিনি।
মেসেজের নমুনাঃ
আমি পাসপোর্টের জন্য আবেদন করতে চাই।
১) নামঃ আমিন খৌরি
২) পাসপোর্ট নম্বরঃ AB 37259708….
এশিয়াবিডি/হেলাল/শেখ মোজাহিদ