মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাংবাদিক সম্মেলন

“মাদককে রুখবো,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সম্মেলন অনুষ্টিত হয়।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এর সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মজিদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার,

উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সস্পাদক এস.এম উমেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, এটিএন বাংলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সময় সংবাদের প্রতিনিধি শাহ অলিদুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, ডিবিসি জেলা প্রতিনিধি পান্না দত্ত, মানবজমিনের জেলা প্রতিনিধি ইমাদ উদ্দীন,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, চৌধুরি মোঃ মেরাজ, এইচ এম সামাদ, আব্দুল কালাম, এনটিভির ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরিসহ জেলার প্রিন্ট, অনলাইন,ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এশিয়াবিডি/এইচ এম সামাদ/সাইফ

আরও সংবাদ