ইভটিজিং এর শাস্তি মাথা ন্যাড়া
মৌলভীবাজারের জুড়ীতে এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার কারনে সালিশের মাধ্যমে তিন ইভটিজারকে জুতা পেটা এবং মাথা ন্যাড়া করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সালিশকারীরা।
সালিশ সূত্রে জানা যায়, জুড়ী কলেজের এক ছাত্রীকে প্রতিদিন বিরক্ত করতেন বেলাগাও গ্রামের তিন বখাটে হেলাল মিয়ার পুত্র বখাটে হাবিবুর রহমান, একই গ্রামের ফরিদ মিয়ার পুত্র বখাটে পলাশ মিয়া এবং পশ্চিম ভবানীপুর গ্রামের রকিব মিয়ার পুত্র বখাটে রাজন।
গত কয়েকদিন আগে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ঐ ছাত্রী তাদেরকে গালিগালাজ করলে তারা তাকে ঔ ছাত্রীকে চড়,থাপ্পড় মারেন।এতে মেয়ের স্বজনরা বাদী হয়ে স্হানীয় জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হোন।
আজ ১ জানুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে সালিশ বৈঠকে উপস্হিত ছিলেন সাবেক ইউপি সদস্য জাকির আহমদ কালা,ইউপি সদস্য আব্দুল খালিক, সিরাজুল ইসলাম, ফয়জুল ইসলাম ছোটকালা, মহিলা সদস্য আফিয়া বেগম, রুসনা বেগম প্রমুখ।
বৈঠকে তারা স্ট্যাম্পে লিখিত মর্মে ভবিষ্যতে কোনদিন এ রকম কাজ না করার শর্তে মুক্তি চায়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ