ভারত-পাকিস্তান সীমান্তে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। আর এর মধ্যেই পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে এ দুই দেশ। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার (১ জানুয়ারি) কূটনৈতিকদের মাধ্যমে নিজ নিজ দেশের পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে পাকিস্তান ও ভারত। তিন দশক আগের একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় সম্পন্ন হয়েছে।

১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত চুক্তি করেছিল ভারত-পাকিস্তান। চুক্তিটি প্রথমবার কার্যকর হয় ১৯৯১ সালের ২৭ জানুয়ারি। সব মিলিয়ে দেশ দুটি এখন পর্যন্ত ২৯ বার পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হ্রাসকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সীমান্তে প্রায় প্রতিদিনই উভয় দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হচ্ছে। এমন পরিস্থিতিতেই পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল দক্ষিণ এশিয়ার এ দুটি দেশ।

ভারত এবং পাকিস্তান দুটি দেশই পরমাণু শক্তিধর। তবে এখনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি তারা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ