পটিয়ায় দুই বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের পটিয়ায় বছরের প্রথম দিনে আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় মো. শহীদ জানান, রাতে তাদের বাড়ির পাশে আগুন দেখে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পটিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে মো. নাসির, মো. খোরশেদ আলম খান, মো. মহিউদ্দিন ও মাসুদ খানসহ অনেকের ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং দুইটি পাকা ঘর পুড়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে ১৫ মিনেটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সিগারেটের অবিশষ্টাংশ থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

