মৌলভীবাজার মেয়র চত্বরে ফুলের চারা রোপন
মৌলভীবাজার শহরের মেয়র চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বিভিন্ন জাতের ফুলের চারা লাগিয়ে বাগান তৈরি করেছে পৌরসভা কর্তৃপক্ষ ।
গতকাল বুধবার (১ জানুয়ারি) বাগানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার শহরকে ফুলেল শহরে পরিণত করার লক্ষ্যে এই কর্মসুচি নেয়া হয়েছে বলে জানান মেয়র মো. ফজলুর রহমান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ