ঢাবি ছাত্রী ধর্ষনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
রাজধানীর কুর্মিটোলায় ঢাবির ছাত্রী ধর্ষনের প্রতিবাদের মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ জানুয়ারি) বিকেলে শহরের চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা।
জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও সহ সভাপতি বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা শাখার সংগঠক রায়হান আনছারী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম তুষার, কলেজ শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার সংগঠক আবু তালেব প্রমুখ।
এসময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীসহ সকল ধর্ষণের ঘটনার নিন্দা জানান। অতিলম্বে ধর্ষককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিম্চিত করার দাবি জানান তারা।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ