আমিরাতে বাংলাদেশের সাবেক চিফহুইপ আব্দুশ শহিদ কে সংবর্ধনা
বাংলাদেশ আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাতের খরফাক্কান শাখার অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন জাতিয় সংসদের সাবেক চিপহুইপ মৌলভীবাজার ৪ কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনের বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুশ শহিদ এম পি পরে তাকে খরফাক্কান শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়।
৬ জানুয়ারি (সোমবার) রাত ১১ টায় স্থানিয় একটি কমিনিটি সেন্টারে অনুষ্টিত হয়।আব্দুশ শহিদ এম পি আমিরাতে সফরে আসলে তাকে সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
খরফাক্কান আওয়ামীলীগের সভাপতি এনামুল হক শিশু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায়
প্রধান বক্তা হিসাবে উপস্থিত চিলেন হাজী শফিকুল ইসলাম,সভাপতি আমিরাত শাখা,
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোজাহের উল্লাহ্ মিয়া,সাবেক সভাপতি আমিরাত,
এছাড়াো উপস্থিত চিলেন আমিরাত আওয়ামীলীগের সহ সভাপতি রহমত আলী সোয়েব,শারজা শাখার সহ সভাপতি তারা মিয়া,কমলগঞ্জ প্রবাসি কল্যাণ সমিতির সভাপতি চৌধুরী, প্রমুখ।
এশিয়াবিডি২৪/শেখ মোজাহিদ