আমাকে বিনা কারণে কারাগারে রেখেছিল : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ববধায়ক সরকার বিনা কারণে আমাকে কারাগারে রেখেছিল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

শুরুতেই তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন শেখ হাসিনা।

সরকারের প্রতিটি বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এতে সরকারের সাফল্য, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

আরও সংবাদ