ওসির সাথে জুড়ী অনলাইন প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের সাথে জুড়ী অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের এক সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ জানুয়রি) বিকালে জুড়ী থানায় সৌজন্যে সাক্ষাতের সময় জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক জালালুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জায়েদ, সাংস্কৃতিক সম্পাদক মাইকেল নংরুম ও সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদুর রহমান সহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় নব নির্বাচিত কমিটির কপি জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নিকট প্রদান পূর্বক পেশাগত কাজে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সাংবাদিকদের নিকট মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, ইভটিজিং সহ সকল অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে অতিতের ন্যায় পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ