স্কুলে অনুদানের নামে অতিরিক্ত ফি আদায়
মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কে জি অ্যান্ড হাই স্কুলে অনুদানের নামে নতুন শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি একই শিক্ষার্থীদের কাছ থেকেই অন্যান্য ফিসহ অবকাঠামো উন্নয়ন ফিও আদায় করা হচ্ছে। সেই সাথে অমুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা।
এ নিয়ে বিপাকে পড়েছেন আর্থিকভাবে অসচ্ছল অভিভাবকরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে কে জি ওয়ানে ১১৩ জন নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান বাবদ আদায় করা হচ্ছে ৯ হাজার টাকা। স্কুলটি এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান বাবদ মোট আদায় করেছে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা। এ ছাড়া উন্নয়ন ফি বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছে ২ হাজার ৫০০ টাকা।
এ দিকে পুরাতন শিক্ষার্থী কেজি টু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৪০০ টাকা, হিন্দু শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৫৫০ টাকা ও হিন্দু শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৬৫০ টাকা। ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৭০০ ও হিন্দু শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৮০০ টাকা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘স্কুলটি মূলত এলিট শ্রেণির জন্য। অবকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের বেতনসহ অন্যান্য কাজে এ টাকা ব্যয় করা হয়। সরকারি বরাদ্দ কম থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।’
তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য এ টাকা আদায় করা হচ্ছে। টাকা ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে। ধারাবাহিক বিগত কয়েক বছর আমাদের বিদ্যালয় শহরের মধ্যে ভালো ফল করে আসছে। পাশাপাশি সরকারি বরাদ্দ না থাকায় আমরা ভবন করতে পারছি না। শিক্ষার্থীদের টাকা দিয়েই এ কাজ করতে হচ্ছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ