মৌলভীবাজারে আইনজীবী সহকারির উপর সন্ত্রাসী হামলা

মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আলোচিত বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার এক আইনজীবীর সহকারীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বুধবার দিবাগত রাতে সাকিবুর রহমান মিরাজ নামের ওই সহকারীর উপর এ হামলা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ৯ সেপ্টেম্বরর গাছ কাটাকে কেন্দ্র করে কাগাবলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে একজন নিহত হন। এ ঘটনায় ঘটনায় হত্যা মামলা হয়। এতে আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকেন। এ সুযোগে দুই দফায় তাদের ৫টি বাড়ির ৩৫টি ঘর ও আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করে।

এ ঘটনায় সেলোয়ারা বেগম বাদী হয়ে ৬১ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য ৩৬ জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ জানুয়ারি তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে পিটিশন মামলা (নং ০১/১৮) দায়ের করেন। এই মামলার বাদীপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন।

তার সহকারী সাকিবুর রহমান মেরাজ শিমুলিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে বুধবার দিবাগত রাতে একদল সন্ত্রাসীরা হামলা চালায়।

আইনজীবী বিল্লাল হোসেন ও ইমরান মিয়া লঙ্কর বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমরা জেলা আইজীবী সমিতি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনগত ব্যবস্থা নিব।’

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

 

আরও সংবাদ