রিয়াদে ফুলতলী ছাহেব কিবলাহ’র ঈসালে সাওয়াব মাহফিল
আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উদ্যোগে বিশ্বের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ঈসালে সাওয়াব মাহফিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর একটি ভবনে ফুলতলী ছাহেব কিবলাহ’র জীবন কর্মের উপর আলোচনা, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন- হযরত ফুলতলী ছাহেব কিবলাহ আল্লাহর মকবুল একজন অলি ছিলেন। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। ইসলামের সঠিক আদর্শ মানুষের ধারে ধারে প্রচার করেছেন। বিশ্বব্যাপী দ্বীনের বহুমুখী খেদমতে ফুলতলী ছাহেব কিবলাহ’র অবদান অতুলনীয়। তাঁর রেখে যাওয়া এ খেদমত বাংলাদেশের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে বহমান রয়েছে। এ খেদমত আঞ্জাম দেয়া আমাদের সকলের উপর দায়িত্ব ও কর্তব্য।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে, মিসবাহ উদ্দিন তফাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মাওলানা এখলাছুর রহমান, হাফিজ শফিকুর রহমান, আব্দুল মালিক জাবের, আব্দুশ শহীদ, কবির খাঁন, আখলিছ মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিক। সাংগঠনিক সম্পাদক আল আমিনের স্বাগত বক্তব্যের পর অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ সভাপতি হাফিজ আতিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আব্দুল আলিম, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদস্য ডা. জুবায়ের আহমদ, দাখিল মওদুদ শাখার আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ। সদস্য আব্দুল কাইয়ুমের কুরআন তেলাওয়াত, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম আহমদের নাতে রাসূল ও ফয়েজ আহমদ নুমানের মর্সিয়ার মাধ্যমে সূচীত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অফিস সম্পাদক হাফিজ মুহাম্মদ আব্দুল্লাহ, সমাজ কল্যান সম্পাদক দারা মিয়া, জালাল আহমদ, রুবেল মিয়া, ফয়েজ আহমদ, কুতুব উদ্দিন, আব্দুর রহমান, মওদুদ আহমদ, সুহেল আহমদ প্রমূখ।
এশিয়াবিডি/ওলিউর/মোজাহিদ