লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গতকাল বুধবার, ৮ জানুয়ারী ২০২০ লেবাননে বাংলাদেশ সরকারের নিযুক্ত বৈরুত দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
এ সময় তিনি বাংলাদেশী কর্মীদের নানা সমস্যা বিশেষ করে লেবাননের মুদ্রা সংকট ও প্রবাসী কর্মীদের রেমিট্যান্স পাঠানো সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর সাথে আলোচনা করেন। এবং তিনি এসব সমস্যার সমাধানে তাঁর সাহায্য কামনা করেন। জবাবে গভর্নর রাষ্ট্রদূত মহোদয়কে জানান যে, মুদ্রা সংকটের সমাধানের কোন সহজ পথ নেই। এজন্য দ্রুত লেবাননের রাজনৈতিক সমস্যার সমাধান করা প্রয়োজন। তারপর দরকার আন্দোলনের ফলে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং সর্বোপরি এ অবস্থা কাঁটিয়ে উঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা।
মানি এক্সচেঞ্জ হাউজগুলোতে ডলারের উচ্চ বিনিময় হারের বিষয়ে গভর্নর রিয়াদ সালামেহ বলেন, লেবাননের অর্থনীতি হল মুক্ত বাজার অর্থনীতি। তাছাড়া মানি এক্সচেঞ্জ হাউজগুলো সুনির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত। তাদের বিনিময় হার মার্কেটের চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই লেবাননের বিদ্যমান আইন অনুযায়ী এখানে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই বলে জানান গভর্নর রিয়াদ সালামেহ।
(সুত্র:-রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার)