ওমানের নতুন সুলতান হলেন সুলতান কাবুসের চাচাত ভাই

ওমানের নতুন সুলতান হলেন হাইথাম বিন তারেক আল সাইদ। তিনি আধুনিক ওমানের সৃষ্টা, আরব বিশ্বের দীর্ঘতম ও জনপ্রিয় শাসক সদ্য প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের চাচাতো ভাই ।

ওমান টিভির খবরে বলা হয় শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ওমানের সুলতান কাবুস বিন সাইদ মারা যাওয়ার পরে সুলতান হাইথাম উত্তরাধিকারী হন। এর আগে তিনি ওমানের সুলতানিতে ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যমে সুলতান কাবুস বিন সাইদের ইন্তেকালের খবর দেওয়া হয় এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ওমানে তিন দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে।

ওমান নেটওয়ার্কের মতে,শনিবার সুলতান হাইথাম বিন তারেক আল সাইদ নতুন সুলতান হিসাবে ওমান কাউন্সিলের সামনে শপথ গ্রহণ করেন। আল বুস্তান প্রাসাদে সুলতান কাবুস বিন সাইদের জানাজার আগে এই শপথ অনুষ্ঠান হয়।
এশিয়াবিডি/কামরুল/ শেখ মোজাহিদ

আরও সংবাদ