মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হয়েছে। এ সময় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার ১১ জানুয়ারি সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলায় ৬ থেকে ১১ মাসের ২৯ হাজার ২৩১জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়োসী ২ লক্ষ ৪৫ হাজার ৮২২ জন শিশু মিলে মোট ২ লক্ষ ৭৫ হাজার ৫৩ জন শিশুকে এই ক্যাপসূল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাজন কবির চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডাঃ ছাব্বির হোসেন খান প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ