জুড়ীতে নাসির উদ্দিন প্রাইজ মানি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
জুড়ীতে বৃহৎ আকারে নাসির উদ্দিন প্রাইজ মানি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
আজ সোমবার নয়াবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার,ওসি তদন্ত আমিনুল ইসলাম,জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ,সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন,আমেরিকা প্রবাসী পুরষ্কার দাতা নাসির উদ্দিন, কমিউনিটি নেতা এম এ মোনেম,পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক ফয়সল মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ন রশীদ রাজী,প্রচার সম্পাদক বেলাল হোসাইন, গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম,সাহরিয়ার মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু,সাইদুর রহমান প্রমুখ।