খড়ের নিচে মিললো দু’নলা বন্দুক!
বড়লেখা থানা পুলিশ পৌরশহরের বালিচর এলাকার মোস্তফা উদ্দিনের বসত বাড়ির খড়ের নিচ থেকে পরিত্যক্ত একটি দু’নলা বন্দুক উদ্ধার করেছে। বন্দুকটি স্থানীয়ভাবে নির্মিত নাকি লাইসেন্সভুক্ত পুলিশ তা পরীক্ষা-নিরীক্ষা করছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ১৩ জানয়ারী রোববার সন্ধ্যায় পৌরশহরের বালিচর এলাকার হাজী মোস্তফা উদ্দিনের বাড়ির উঠানের সামনে খড়ের নিচে বাড়ির লোকজন অস্বাভাবিক বস্তু দেখে থানায় খবর দেন।
১২ জানুয়ারী রোববার বিকেলে থানার এসআই আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় জমধরা একটি দু’নলা বন্দুক উদ্ধার করেন।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, মোস্তফা উদ্দিনের বাড়ির লোকজনের দেয়া খবরে পুলিশ খড়ের নিচ থেকে পরিত্যক্ত একটি দু’নলা বন্দুক উদ্ধার করেছে। এব্যাপারে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অস্ত্রটি সচল কি না এবং কি ধরণের তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ