দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি

পঞ্চগড়ে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। গত দুইদিনের মতো আজও সকাল সাড়ে নয়টায় পর সূর্যের দেখা মিলছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানায়, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত দুইদিনও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়।

এ দিকে সন্ধ্যা থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন এলাকার দুস্থরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। অব্যাহত কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ