মৌলভীবাজারে আটকৃত তিন ধর্ষকের ছবি প্রকাশ

মৌলভীবাজারে প্রেমিকা ও তার বান্ধবীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ষনের স্বীকার এক মেয়ে বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় প্রেমিক যুবকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উওর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্না, সুরুক মিয়ার ছেলে হুমায়ুন আহম্মদ, আদরিছ মিয়ার ছেলে আকাশ মিয়া তাদের বাড়ি একই গ্রামে।

মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সন্মুখে এসে একটি সিএনজিতে উঠলে কিছুক্ষণ পর ৪ জন ধর্ষক সিএনজি অটোরিক্সাতে উঠে সিএনজিতে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে।

পরে তাদেরকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনে পাহাড়ী এলাকার নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে পালাক্রমে ৪ জন মিলে ধর্ষণ করে।

ঘটনাস্থল থেকে তারা কৌশলে বেরিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।

পরে পুলিশ আত্মীয় স্বজনকে খবর দিয়ে ২ বান্ধবীকে পরীক্ষা নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তাদের ভর্তি করে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) পরিমল চন্দ্র দেব মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতাদের বাড়ী সদর উপজেলার বাউরভাগ গ্রামে।

এ ব্যাপারে থানায় চার জনকে আসামী করে মামলা হয়েছে। এখন পর্যন্ত তিন জন আসামীকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ