বুঝে না বুঝে আন্দোলন করছে শিক্ষার্থীরা : ইসি সচিব
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ‘আন্দোলন যারা করছে তারা বয়সে অল্প, নবীন। তারা হয়তো কেউ বুঝে, কেউ না বুঝে করছে। আমার ধারণা একটু পরেই তারা বুঝে যাবে যে, এটা ঠিক হচ্ছে না’।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন তো বলেছে , সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২৯ জানুয়ারি পূজা। ৩০ তারিখে পূজা নাই। আর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা। তো আমাদের একদিনই সময় আছে নির্বাচন করার’।
তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মহামান্য হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটটি খারিজ হয়ে গেছে।’
ইসি সচিব বলেন, ‘রিট খারিজের পর তারা জানিয়েছিলেন যে আপিল করবেন। কিন্তু আমরা খোঁজ নিয়েছি এখন পর্যন্ত কোনো আপিল দায়ের হয়নি। যেহেতু আপিল দায়ের হয়নি, অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো নির্দেশনা আসেনি। অতএব নির্বাচন কমিশনের নির্ধারিত ৩০ তারিখই ঠিক আছে’।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ