‘প্রত্যেককে স্থানীয় আইন মানতে হবে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ‘বাংলাদেশে ব্যবসা করা প্রত্যেককে স্থানীয় আইন ও বিধি মানতে হবে।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ ফেয়ার-২০২০’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারী মোবাইল অপারেটর রবির উদাহরণ তুলে ধরে বলেন, ‘তারা বিটিআরসিকে প্রথম কিস্তিতে ২৭.৬ কোটি টাকা পরিশোধ করেছে।  সমালোচকরা ভেবেছিল যে, আমরা বকেয়া আদায় করতে ব্যর্থ হব। তবুও আমরা সফল হয়েছি। অন্যান্য অপারেটররাও তার অনুসরণ করবে বলে আমি আশাবাদি।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে রবির জন্য একটি অনাপত্তি পত্র (এনওসি) জারি করেছে, যা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হবে। তবে এই সময়ের মধ্যে তারা যদি দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে তাদের এনওসি স্থগিত করা হবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ