২৪ বছর পর দেশে ফিরে সড়কে লাশ হলেন প্রবাসী

ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিয়ানীবাজারের রুহুল আমিন (৩৫) নামের এক আমেরিকা প্রবাসী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালক ও এক মহিলাসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আমেরিকা প্রবাসী রুহুল আমিন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার আলিম উদ্দিনের ছেলে।

২৪ বছর পর আমেরিকা থেকে দেশে ফেরার সময় এ দুর্ঘটনায় প্রাণ হারান পরিবারের এ বড় সন্তান।

আহতরা হলেন, নিহত রুহুল আমিনের বাবা আলিম উদ্দিন, ছোট ভাই নুরুল আমিন ও ফখরুল আমিন এবং বিয়ানীবাজার পৌরশহরের পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা মাইক্রো চালক বাদশাহ মিয়া।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ