বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন
মোহাম্মদ আমিরকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। দলে জায়গা হয়নি ইমাম-উল হক, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ ইরফান, আসিফ আলী ও ওয়াহাব রিয়াজের। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড থেকে এই সাতজন বাদ পড়েছেন টাইগারদের বিপক্ষে।
একই সঙ্গে অভিজ্ঞ তারকা মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে বেছে নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। উইকেটরক্ষক হিসেবে রিজওয়ানের ওপরই আস্থা রেখেছে তারা। তাই ফেরা হলো না সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। আর ১৫ জনের দলে প্রথমবারের মতো ডাক পেলেন হারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট।
প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক এই পরিবর্তনের ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, সবশেষ ৯ ম্যাচের মধ্যে ৮টিতে আমরা হেরেছি। অথচ আমরা টি-টুয়েন্টির এক নম্বর দল। এটা গ্রহণযোগ্য নয়। তাই পরিবর্তন আনা হয়েছে দলে। দ্রুত জয়ের অভ্যাস গড়তে হবে কারণ সামনে এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ।
স্কোয়াড : বাবর আজম, আহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শোয়েব মালিক, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ