ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
শেষের অপেক্ষায় বঙ্গবন্ধু বিপিএল। আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই জানা যাবে বিপিএলের বিশেষ আসরে চ্যাম্পিয়ন হবে কোন দল। ফাইনালের মঞ্চে মুখোমুখি খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।
এবার পুরো বিপিএলই দর্শক-খরায় ভুগেছে। তবে ফাইনালে পাল্টে গেছে সেই চিত্র। একে ফাইনাল ম্যাচ, আবার ছুটির দিন। ম্যাচ শুরুর অনেক আগেই প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মিরপুরের গ্যালারি।
প্রাথমিক পর্বে দুইবারের দেখায় দুই দলই জিতেছিল একবার করে। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকায় দুই দল মুখোমুখি হয়েছিল প্রথম কোয়ালিফায়ারেও। সেখানে রাজশাহীকে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে খুলনা। আর রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ