লেবাননে প্রবাসী শ্রমিক ইউনিয়নের মাসিক বর্ধিত সভা


লেবাননে অসহায়, নির্যাতিত ও নিরুপায় প্রবাসী বাংলাদেশীদের ন্যায দাবী আদায়ের লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়নের মাসিক বর্ধিত সভার উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গত ১৯ই জানুয়ারি(রবিবার) স্থানীয় সময় সকাল দশটায় লেবানন শ্রমিক ইউনিয়ন ফেডারেশন পেনাসুল- এর হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

যুগ্ন সাধারন সম্পাদক তানভীর ভুঁইয়ার সন্ঞ্চালনায় সভাপতিত্ব করেন লেবানন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম।

এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টা সুফিয়া বেগম, সহসভাপতি মায়া বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো আজম খান, সহ সাংগঠনিক আবদুল আওয়াল, দপ্তর সম্পাদক মোতালেব, প্রচার সম্পাদক রিপন, সহ মহিলা সম্পাদিকা মারিয়া আক্তার, জাকির সদস্য রনি, রুবেল, ইমরান, ইব্রাহিম সহ আরও অনেকে।

বক্তৃতারা পূর্বের ন্যয় লেবানন অসহায় নির্যাতিত প্রবাসীদের পাশে থেকে তাদের দাবী আদায় সহ অসুস্থ রোগীদের আর্থিক সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় তারা লেবাননে চলমান সরকার বিরোধী আন্দোলনের ফলে অনেক শ্রমিকের কাজ নাই তাদেরকে যার যার অবস্থান থেকে সহযোগীতা করার উপরও আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে, দীর্ঘ ৫ মাস চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রেমিট্যান্স যোদ্ধা আবদুল মাজেদের অকাল মৃত্যুতে লেবানন শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে এবং শোক সংপ্তত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তার মহদেহ তার অতিদ্রুত দেশে প্রেরণ করতে বাাংলাদেশ দূূূতাবাসকে অনুরোধ করেন

এশিয়াবিডি/হেলাল/সাইফ

আরও সংবাদ