সাংবাদিককে পুলিশের হত্যার হুমকি!

রাজধানীর পরীবাগ এলাকায় দুই সাংবাদিককে এক পুলিশ সদস্য মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) তীব্র নিন্দা জানিয়ে জড়িত পুলিশ সদস্যকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশের হত্যাচেষ্টার শিকার দুই সাংবাদিক হলেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান।

গতকাল সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় পরীবাগে কাজী নজরুল ইসলাম এভিনিউতে এ ঘটনা ঘটে। এঁদের মধ্যে বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমের আঘাত গুরুতর।

ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে মোটরসাইকেলযোগে পান্থপথে কর্মস্থল বাংলা ট্রিবিউন অফিসে যাচ্ছিলেন তাঁরা। এ সময় পরীবাগের রাস্তার বিপরীত দিক থেকে আসা পুলিশের একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। একবার ধাক্কা দেওয়ার পর আবারও ইচ্ছাকৃত জাহাঙ্গীরের পা বরাবর চাপা দেয় পুলিশের মোটরসাইকেলটি।

এ সময় সাংবাদিক জাহাঙ্গীর ও সাজ্জাদ প্রতিবাদ করলে জাহাঙ্গীরকে লাথি মারেন ওই পুলিশ সদস্য। এরপর অকথ্য ভাষায় তাঁদের দুজনকে গালাগাল দেন তিনি। পরে মোটরসাইকেল চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। তাঁর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো হ-১২-৭৫০৫।

এদিকে এ ঘটনায় ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের প্রত্যেক সদস্যের মানবিক ও পেশাদার আচরণ করা উচিত। দু’জন পেশাদার সাংবাদিককে রাস্তায় এভাবে হেনস্তা ও অসৌজন্যমূলক আচরণ এবং মেরে ফেলার হুমকির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের, যা আমাদের কাম্য নয়।’ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি নেতারা আহ্বান জনান।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ
আরও সংবাদ