লেবাননে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গত রবিবার স্থানীয় সময় বিকাল ২টায় রাজধানীর হামরা রামেল বায়দা চিনা রেস্টুরেন্টে মিলাদ মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহ সভাপতি আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন রুহুল আমীন, মজিবুল হক মজিব, আবুবুক্কুর, আমিনুল ইসলাম আইমান, সৈয়দ আলম, হাবিবুর রহমান, আব্দুর রহিম সহ অনেকে।

অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট লেবানন মহিলা দলের আহবায়ক কমিটি আনুমোদন করে ও ৫১ সদস্য বিশিষ্ট আলবুরুজ মোখায়েম শাখা কমিটি ঘোষণা করা হয়। লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব অত্র কমিটি অনুমোধন করে এবং কমিটির নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে লেবানন বিএনপির সকল শাখা কমিটির নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন যুবদল ও সহযোগী সংগঠন শ্রমিকদলের নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।
এশিয়াবিডি/হেলাল/শেখ মোজাহিদ

আরও সংবাদ