প্রবীণাঙ্গনের দেয়াল ফুলের টব দিয়ে সাজালো ইউনিটি অব মৌলভীবাজার


মৌলভীবাজার শহরে জ্যেষ্ঠ নাগরিকদের বিনোদনস্থল প্রবীণাঙ্গনের সীমানা প্রাচীর ঘেঁষে ফুটপাতকে দৃষ্টিনন্দন করতে ফুলের চারা রোপণ করেছে ইউনিটি অব মৌলভীবাজার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সংগঠনের উদ্যোগে ২০টি আরসিসি ফুলের টব সীমানা প্রাচীরে স্থাপন করা হয়। টবে লাগানো হয়েছে মৌসুমি ও স্থায়ী ফুল। এছাড়া প্রবীণাঙ্গনের ফুটপাতসহ কোর্ট রোডে ২০টি ময়লার ফেলার বিন দেয়া হয়েছে।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মালিক, প্রধান সমন্বয়ক (বাংলাদেশ) খালেদ চৌধুরী, উপদেষ্টা মকিস মনসুর, রুহুল আমিন রুহেল, তপু তোফায়েল খান, সদস্য সচিব (বাংলাদেশ) মাহবুব ইজদানি ইমরান, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, সদস্য রাধাকান্ত ধর, স্বপন চৌধুরী, জয়নাল ইসলাম, ফয়সল আহমদ সুমেল আহমদ, আব্দুল হালিম, কামাল আহমদ প্রমুখ।
এছাড়া পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র) ফয়সল আহমদ, নাহিদ হোসেন, স্বাগত কিশোর দাশ চৌধুরী অনুষ্ঠানে যোগ দেন।

সংগঠনের সদস্য সচিব (বাংলাদেশ) মাহবুব ইজদানি ইমরান বলেন, শহরের কোর্ট রোডে ফুলের চারা রোপণ করা হবে। সড়কে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলার আরো বিন দেয়া হবে।
এর আগে দরিদ্র নারীদের ১০টা সেলাই মেশিন দেয়া হয়েছে। টানা তিনদিন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। তিনি জানান, শহরের সৌন্দর্য্যবর্ধনসহ এসকল উদ্যোগ অব্যাহত থাকবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ