দানিয়াল স্যারকে শেষ বিদায়
ফুলেল শ্রদ্ধায় স ব ম দানিয়াল স্যারকে শেষ বিদায় দিচ্ছেন মৌলভীবাজারবাসী। দলে দলে মানুষ ছুটে আসছেন শেষবার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। দুপুর ২টা ৩০ মিনিটে মৌলভীবাজারের শহীদ মিনার প্রাঙ্গণে তার মৃতদেহ নিয়ে আসলে সেখানেই জড়ো হতে থাকেন পরিচিতজন, শিক্ষার্থী, সহকর্মীরা।
এসময় মৌলভীবাজার জেলা স্কাউটস্ দল এবং সিলেট আঞ্চলিক স্কাউটস্ দলের সাথে জেলার ৬টি উপজেলা থেকে আগত স্কাউটস্ দলগুলো- কমলগঞ্জ উপজেলা স্কাউটস্ দল, জুড়ি উপজেলা স্কাউটস্ দল, বড়লেখা উপজেলা স্কাউটস্ দল, কুলাউড়া উপজেলা স্কাউটস্ দল , শ্রীমঙ্গল উপজেলা স্কাউটস্ দল, উপজেলা স্কাউটস্ দল স ব ম দানিয়াল স্যারের মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে জেলা প্রশাসক নাজিয়া শারমিনের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে স ব ম দানিয়াল স্যারকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুলিশ সুপার ফারুক আহমদের তেৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকেও স ব ম দানিয়াল স্যারের মৃতদেহে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। হাসিব হোসেন খানের নেতৃত্বে মৌলভীবাজার ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শ্রদ্ধাজ্ঞাপন করেছে মৌলভীবাজার পৌরসভা এবং জেলা শিশু একাডেমি।
এদিকে তার মৃত্যুতে খোলা হয়েছে শোক বই। স্মৃতিচারণ করছেন স্যারকে শেষ বিদায় জানাতে আসা ছাত্র, শিক্ষক, সহকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।
এর আগে দুপুর ১১টার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় শহরের বর্ষিজুড়া এলাকায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ-লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স ব ম দানিয়াল স্যারের দ্বিতীয় নামাজে জানাযা বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তৃতীয় নামাজে জানাযা মৌলভীবাজারের আদপাশা গ্রামে তার নিজ বাড়িতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে সমাহিত করা হবে।
এদিকে স ব ম তাঁর মৃত্যুতে মৌলভীবাজারে গভীর শোক নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্খিরা তাঁর বাড়িতে ছুটে যান। তার মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ