সেতুর দু’পাশে কোন সংযোগ সড়ক নেই!

সেতু নির্মাণ হয়েছে ২০১৫-১৬ অর্থ বছরে। কিন্তু আজ পর্যন্ত ওই সেতু দিয়ে চলাচল করতে পারেনি কেউ। কারণ, সেতুর দু’পাশে কোন সংযোগ সড়ক নেই।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাদীপুর রহিম সরদারের বাড়ির কাছে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট। চরসাদীপুরবাসীর দুর্ভোগ লাঘবে সেতুটি তৈরি করা হলেও আজো সড়ক তৈরি করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ১৫-১৬ অর্থ বছরে গড়া সেতুটির দু’পাশে মাটি না ফেলার কারণে কেউ ব্যবহার করতে পারছে না। বর্তমানে রাতের অন্ধকারে সেতুর উপরের অংশ ভেঙে লোহার রড চুরি হচ্ছে।

এ বিষয়ে সাদীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম বলেন, মাটির বরাদ্ধ না থাকায় সেতুটি ব্যবহারের অযোগ্য হয়ে আছে। আবার তৈরি হয়নি সড়কও। ফলে সেতুটি তৈরির পরও অব্যবহৃত পড়ে আছে বছরের পর বছর।

সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন মানিক বলেন, ‘ আমার আগের চেয়ারম্যান এমন জায়গায় সেতুটি করেছেন- যেখানে দরকার ২০০ ফুট সেতু, সেখানে করেছেন ৩০-৩৫ ফুট।’

তিনি বলেন, ‘আমরা এলজিডি বরাবর ২০০ ফুট ব্রিজের জন্য আবেদন করেছি, পাশ হলে ওখানে আবার নতুন সেতু করা হবে।’

কুমারখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘আমি অল্পদিন যোগদান করেছি, কিছু বলতে পারছিনা।’

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ