জেরুজালেমে মসজিদে আগুন, ইসরায়েলকে দায়ী করছে মুসলিমরা
ইসরায়েলের দখলে নেওয়া পূর্ব জেরুজালেমের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসরায়েলি বসতির উচ্ছৃঙ্খল ও উগ্র কিশোরদের দায়ী করছে স্থানীয় মুসলিমরা। খবর ‘আরব নিউজ’।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মসজিদটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মসজিদটির অবস্থান পূর্ব জেরুজালেমের বাইত সাফাফায়। আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত মসজিদে পৌঁছায়। আর আগুন নেভানোর চেষ্টা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মুখপাত্র রোজেনফেল্ড বলেছেন, স্থানীয় মুসলিমরা এ ঘটনায় ইসরায়েলি কিশোরদের দায়ী করছেন। তবে এটা ইসলামবিদ্বেষী কোনো ঘটনা কি না তা এখনো নিশ্চিত নয়। পুলিশ সন্দেহভাজনদের আটকের চেষ্টা চালাচ্ছে। পুরো জেরুজালেমজুড়ে ব্যাপক তল্লাশি চলছে।
এ বিষয়ে স্থানীয় মেয়র ইসমাইল আওয়াদ জানিয়েছেন, অগ্নিসংযোগের প্রমাণ পাওয়ার পর তিনি পুলিশ ডেকেছেন। ঘটনাস্থলে একটি খালি পেট্রোলের কৌটা পড়েছিল। এছাড়া আগুন ছড়িয়ে দিতে সহায়ক এমন কিছু পদার্থ পাওয়া গেছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ