জাতীয় মৌ মেলা শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি
তিন দিনব্যাপি জাতীয় মৌ মেলা শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় মৌ মেলা আয়োজন সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের এক সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। কৃষি সচিব মো. নাসিরুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটরিয়ামে মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হবে। মেলা হবে বিএআরসি প্রাঙ্গণে। কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক মেলা উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।
জানা গেছে, স্টলগুলোতে বিভিন্ন প্রকার মধু, মৌ চাষের উপকরণ ও প্রযুক্তি থাকবে। এছাড়া স্টলগুলো মৌ চাষের গুরুত্ব, মধুর উপকারিতা সম্বলিত লিফলেট বিতরণ করবে। জাতীয় মৌ মেলা আয়োজনের জন্য একটি জাতীয় কমিটি ও ছয়টি উপ-কমিটি গঠন করা হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ