সিসি টিভি ক্যামেরার আওতায় মৌলভীবাজার শহর

ই-টাউনের মাধ্যমে  আরো একধাপ এগিয়ে গেল মৌলভীবাজার জেলা শহর। শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে  শহরটিকে। সিসি ক্যামেরাগুলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে। এখন থেকে সিসিটিভির মাধ্যমে সহজেই অপরাধ সনাক্ত করতে পারবে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পিপিএম (বার)।

একই সাথে থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষে সিসি টিভি স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ মিছবাহউর রহমান, মৌলভীবাজার বিজনেস ফোরাম এর সভাপতি নূরুল ইসলাম কামরান প্রমুখ।
এশিয়াবিডি /ডেস্ক/সাইফ

আরও সংবাদ