সোমালিয়ায় ক্ষুধায় ৩ শিশুর মৃত্যু


আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ক্ষুধায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম রেডিও সাবেলে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) এসব শিশুর মৃত্যু হয়। তারা অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের জন্য তৈরি ক্যাম্পে বাস করত। এসব শিশুর বয়স চার থেকে ছয় বছরের মধ্যে।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সোমালিয়ার দুর্ভোগ কবলিত মানুষদের জন্য ১০০ কোটি ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। এর পরদিনই দেশটিতে ক্ষুধায় তিন শিশুর মৃত্যু হলো।

সোমালিয়ায় ১৯৯১ সালে সেনা শাসনের অবসান হয়। এরপর থেকেই আফ্রিকার দেশটিতে সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। এক পর্যায়ে সোমালিয়া কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

জানা গেছে, সোমালিয়ার বিভিন্ন ক্যাম্পে এখন প্রায় ৩০ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের বসবাস রয়েছে। সহিংসতা থেকে পালিয়ে তারা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। খাবার, চিকিৎসাসহ মৌলিক চাহিদার ব্যাপক সংকট রয়েছে এই ক্যাম্পগুলোতে।

এশিয়াবিডি /ডেস্ক/সাইফ

আরও সংবাদ