ভারতের উজানডিহি পুরান ছাহেব বাড়িতে বার্ষিক ইছালে সওয়াব মহফিল ১লা ফেব্রুয়ারী
কুতবুল আফতাব জুবদাতুল আরিফিন হজরত শাহছুফী সায়্যিদ মোহাম্মদ মাদানী(রহ:) ও সুলতানুল আরিফিন হজরত শাহসুফি সায়্যিদ আব্দুল হক মাদানী(রহ:) এর ১২০ তম বার্ষিক ইছালৈ সওয়াব মহফিল অনুষ্ঠিত হবে আগামী ১লা ফেব্রুয়ারী শনিবার। ঐতিহ্যবাহী দরগাহে মাদানী উজানডিহি পুরাতন ছাহেববাড়ির এই বার্ষিক ইছালে সওয়াব মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা(রহ)এর সুযোগ্য ছোট ছাহেবজাদা তথা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাখালগন্জ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেহাব উদ্দিন ছাহেব আলিপুরী ছাহেব (বাংলাদেশ), মাওলানা আব্দুল মুক্তাদির খাঁন ছাহেব প্রিন্সিপাল মিয়ার বাজার মাদ্রাসা(বাংলাদেশ) সহ উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট উলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আয়োজক কমিটির পক্ষে উজানডিহির হাফিজ মাওলানা সায়্যিদ মুরাদ আহমদ এ প্রতিবেদক কে জানান, মাহফিলকে কেন্দ্র করে নেওয়া জোরদার প্রস্তুতি ইতিমধ্যে শেষ হওয়ার পথে। সুষ্ঠু ও নিরিবিলি পরিবেশে মহফিল বাস্তবায়নের জন্য বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দেওয়া হবে। শনিবার বিকাল চারটায় শুরু হবে মহফিলের কার্যসুচি। চলবে পরদিন ভোর ছয়টা পর্যন্ত। খতমে কোরআন শরীফ,খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাত,মিলাদ শরিফ ও ওয়াজ-নসিহতের মাধ্যমে পুরু রাত অবধি ব্যস্ততম কার্যসুচির কথা তিনি জানিয়েছেন। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি এই মোবারক মহফিলে তালিম-তরবিয়ত পেশ করবেন উজানডিহি পুরান সাহেববাড়ীর বর্তমান বুজুর্গ খান্দানে রাছুল (ছঃ) শাহছুফী হজরত মাওলানা সায়্যিদ মুস্তাক আহমদ আল-মাদানী ছাহেব। এদিকে পূর্বনির্ধারিত সুচি অনুযায়ী উজানডিহির ঐতিহ্যবাহী এই মহফিলে লতিফিয়া দারুল ক্বিরাত সমিতির সমিতি ভারত-এর জামাতে রাবে, জামাতে খামিছ প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে। এ মোবারক মহফিলে উজানডিহির মুহিব্বিন-মুরিদিন, দ্বারুল ক্বিরাত শাখা কেন্দ্রে সমূহের সংশ্লিষ্ট সকল সহ সবার উপস্থিতি ও সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
এশিয়াবিডি/মুজাম্মিল/শেখ মোজাহিদ