করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। তিব্বতসহ চীনের সব অঞ্চলে ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের জানিয়েছে, ২৯ জানুয়ারি পর্যন্ত দেশে সাত হাজার সাতশ ১১ জন আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এক দিনেই ১৩২ থেকে বেড়ে হয়েছে ১৭০।

চীন ছাড়াও ১৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়েসাস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘যদিও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও অনেক বড় প্রাদুর্ভাবের সম্ভাবনা রাখে।’

পুরো বিশ্বেকে সতর্ক করতে ও পরিস্থিতি মোকাবিলা করতে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গবেষণাগারে করোনা ভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। একে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন তারা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ