‘বালাগঞ্জে কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ হবে’; সংসদেে মন্ত্রী
মৌলভীবাজার জেলার রাজনগরের নদীর তীরবর্তী এলাকার জনগন বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে নদীটি পারাপার হন। নদীর তীরবর্তী এলাকার বেশিরভাগ শিক্ষার্থীরা বালাগঞ্জ স্কুল ও কলেজে অধ্যয়ন করেন। সে জন্য প্রতিদিন বালাগঞ্জে আসতে হয়। আর এই নদীর উপর কোনো ব্রিজ না থাকায় তাদেরকে বরাবরই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ হলে বালাগঞ্জ ও রাজনগর উপজেলার মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে এবং নদীর তীরবর্তী এলাকার ১০/১৫লক্ষ মানুষের যাতায়াত, পরিবহন সহজতর হবে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলা কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ হউক এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৯ সালে নবম জাতীয় সংসদে কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটারের প্রেক্ষিতে স্থানীয় প্রকৌশল বিভাগ ব্রিজ নির্মাণের জন্য টপোগ্রাফিক্যাল সার্ভে মাটি পরীক্ষা ও ডিজাইন করেছিল। এরপর ব্রিজটি বাস্তবায়িত হয়নি। ব্রিজটি এখন সড়ক ও জনপথ বিভাগের আওতায় যাওয়ায় মাননীয় সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ব্রিজ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি।
পরে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ