সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেসং উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ফেব্রুয়ারি শনিবার ভোটের দিন সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার হওয়ায় তিনি সেখানে ভোট দেবেন।
গত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছিলেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট চলবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই মাঠে নামতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ