‘ভালোবাসার আরেক নাম লাল’
সাদিকা পারভিন পপি। ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। গত সেপ্টেম্বরে চল্লিশতম জন্মদিন উদযাপন করেছেন। অভিনয় ক্যারিয়ারে ২২ বছর পার করছেন। তবে শরীরে এখনো তারণ্য ধরে রেখেছেন এই নায়িকা। বয়স চল্লিশ হলেও তার ছাপ পড়েনি মনে।
এদিকে গতকাল বৃহস্পতিবার পপি তার ফেসবুকে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। এসব ছবিতে লাল রঙের পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন—‘ভালোবাসার আরেক নাম লাল’। তবে কী নতুন করে প্রেমে পড়েছেন ব্যাচেলর পপি? এমন প্রশ্ন অনেক পপি ভক্তের মনে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্টেজ শোতে অংশ নিতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন পপি। তার সঙ্গে রয়েছেন—সংগীতশিল্পী মনির খান, সালমা, মডেল-অভিনেত্রী নাজিয়া মৌ প্রমুখ। শোয়ে অংশ নেওয়ার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন মালয়েশিয়ার দর্শনীয় স্থান। তারই কিছু স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
পপির পরবর্তী সিনেমা ‘সাহসী যোদ্ধা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। শাহীন সুমন নির্মাণ করছেন ‘গ্যাংস্টার’ নামে সিনেমা। এতেও অভিনয় করবেন তিনি। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ