জুড়ীতে টিভি এন্ড রৌপ্য কাপ মিনিবার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
জুড়ী উপজেলার বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ কর্তৃক আয়োজিত টিভি এন্ড রৌপ্যকাপ নক আউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের উপস্থাপনায় ও ইউপি সদস্য শরফ উদ্দিন এর সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দর নূর, সাগরনাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক
ফখরুদ্দিন মাস্টার, জুড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাংবাদিক জাকির মনির,সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, ফুটন্ত গোলাপ যুব সংঘের সদস্য শাকিল আহমদ,রাশেদুজ্জামান, রেদওয়ান আহমদ,শিমুল আহমদ, সাব্বির আহমদ,আমির উদ্দিন, তাওহীদ আহমদ,মইনুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় সূর্যতরুন স্পোর্টিং ক্লাব ক্যাম্পটিলাকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে স্বাধীন বাংলা সমাজ কল্যাণ সংস্থা জুড়ী।
উক্ত খেলায় পুরষ্কার প্রদান করেছেন বরইতলী ফুটন্ত গোলাপ সংঘের সভাপতি প্রবাসী মো: জালাল উদ্দিন।