তাদের মধ্যে ব্যবধান দ্বিগুণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার শুরুর দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপস ও বিএনপির ইশরাকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে এখন তাদের মধ্যে ভোটের ব্যবধান প্রায় দ্বিগুণ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত মঞ্চ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর আগে সকাল ৮ টায় ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
এ পর্যন্ত পাওয়া ভোটের হিসাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৫৫ হাজার ২২৪টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ২৯ হাজার ৩৬৯টি ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ডিএসসিসির মোট এক হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪১টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন।
এ সময় আব্দুল বাতেন বলেন, কোনো ভোট কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। এটা ইতিহাসে প্রথম। ট্যাবের মাধ্যমে অনলাইনে ভোটের ফলাফল আসছে। ২৩ হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেছেন।
ফল ঘোষণাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। ডিএসসিসিতে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ