ফলাফলে মন ভরেনি
ঢাকার দুই সিটির নির্বাচনে হামলা, সংঘর্ষ, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন এবং ভোটারদের উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মর্মাহত হয়েছেন। এ নির্বাচনের ফলাফলেও তার মন ভরেনি। এ ফলাফলের গুরুত্বও দেখছেন না তিনি।
ইসি মাহবুব বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। তাতে কি ফলাফলে কিছু আসে যায়? ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এই কমিশনার বলেন, আমি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ১২টি কেন্দ্রে গিয়েছি। এই কেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী ছাড়া কোনো মেয়র প্রার্থীর এজেন্টদের দেখিনি। দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোট পড়ার সংখ্যা ছিল ১০ শতাংশ।
মাহবুব তালুকদার বলেন, ঢাকার দুই সিটির তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, আমি তাতে মর্মাহত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি থাকা না থাকার মধ্যে পার্থক্য থাকে না।
তিনি বলেন, এই নির্বাচনে ইভিএম ব্যবহার করে সবচেয়ে বড় অর্জন হলো এবার কোনো কেন্দ্রে শতভাগ ভোট পড়েনি। নির্বাচনের আগের রাতেও ব্যালট বাক্স ভর্তির সুযোগ ছিল না। রাতে ব্যালট বাক্স ভর্তির অপবাদ থেকে আমরা মুক্ত।
তিনি বলেন, কয়েকজন সাংবাদিক নির্বাচনি পরিবেশের কথা আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, নির্বাচনি পরিবেশ সম্পর্কে তারা আমার চেয়ে বেশি অবহিত। কারণ তারা নিজের চোখে সব দেখেছেন
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

