“যাচাই বাচাই শেষে শিগগিরই রাজাকারদের প্রকৃত তালিকা প্রকাশ করা হবে”

রাজাকারের তালিকা প্রণয়নে আর যাতে বিতর্কের সৃষ্টি না হয় সে জন্য মুক্তিযোদ্ধা গবেষক এবং সংশ্লিষ্ঠ পক্ষগুলোর সঙ্গে কথা বলে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অতীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা) কে পাশ কাটিয়ে মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করেছে। বিশেষ করে ২০০৪ ও ০৫ সালে মন্ত্রণালয় এ ধরণের গেজেট প্রকাশ করে। এতে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ওই তালিকায় অর্ন্তভুক্ত হয়। যাচাই বাচাই শেষে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে লালমনিরহাট জেলা শহরে টিএন্ডটি মোড়ে ফিতা কেটে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করেন মন্ত্রী। তিনি কমপ্লেক্স চত্বরে নির্মিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট এক আসনের সাংসদ মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ। পরে তিনি স্থানীয় অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ