মুজিববর্ষের বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ১০ লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ পেয়েছেন ১০ জন কবি ও লেখক।

এবার কথা সাহিত্যে ওয়াসি আহমেদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, শিশু সাহিত্যে রহীম শাহ, কবিতায় মাকিদ হায়দার, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, অনুবাদে খায়রুল আলম সবুজ, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, ফোকলোরে সাইমন জাকারিয়া এবং নাটকে রতন সিদ্দিকীকে পুরস্কৃত করা হয়েছে।

এ সময় পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে ৩ লাখ টাকা, সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন— সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি আরিফ হোসেন ছোটন।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আয়তনের দিক থেকে এবারের মেলা হবে বৃহৎ পরিসরে। এবার বইমেলার একটি নতুন থিম নির্ধারণ করা হয়েছে। আর তা হলো ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’। স্থপতি এনামুল করিম নির্ঝর বঙ্গবন্ধুকে কেন্দ্র করে মেলার আঙ্গিক ও সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করেছেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ