অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জামায়াতের লক্ষাধিক টাকা অনুদান

মৌলভীবাজার পৌর শহরের সেন্টাল রোডের পিংকি ষ্টোরে মর্মান্তিক ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের ৩জন সহ ৫ জন পুড়ে অনাকাংখিতভাবে নিহত পরিবারকে আর্থিক সহযোগীতা করেছে মৌলভীবাজার জেলা জামায়াত।
রোববার (০২ ফেব্রুয়ারী) দুপুরে জামায়াত নেতৃবৃন্দ পরিবারের সকল সদস্যদের খোঁজ খবর নেন। তখন জেলা জামায়াত নেতৃবৃন্দ নিহত সুভাষ রায়ের ভাই মনা রায়ের হাতে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, জেলা জামায়াত সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, পৌর আমীর আলাউদ্দিন শাহ, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী ও সদর উপজেলা সেক্রেটারী ফখরুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ঘটনার দিন তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের খোজ খবর নিয়ে ছিলেন। সর্বদাই তারা ওই পরিবারের পাশে আছেন। এসময় নিহত সুভাষ রায়ের ভাই মনা রায় বলেন, “আমরা মৌলভীবাজারবাসীসহ দেশ বাসীর কাছে কৃতজ্ঞ। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাড়িয়েছেন আমরা এটা কখনও ভুলব না। আমরা পরিবারের ৫জন সদস্য হারালেও এখন হাজার হাজার সদস্য পেয়েছি। আমরা সকলের কাছে চিরঋণী।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ইয়ামীর আলী নিশ্চিত করেন।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

আরও সংবাদ