বাসের সব যাত্রী বেচে গেলেন!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি বাস। ওই বাসে প্রায় ৪০ জনের বেশি যাত্রী ছিল।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্পেশাল বাস সার্ভিসের পেছনের ৪টি চাকা বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার সৈয়দ শাহ্ মাজার রোড সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে।

বাসটির চালক জানান, গাড়ির কাটিং সেল নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে বাসটিকে প্রধান সড়ক সংলগ্ন ব্রিজে ঠেকিয়ে দিই। এতে অনেক যাত্রীর প্রাণ বেঁচে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম পরিদর্শন করে। চালকের কৌশলের কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে বলে জানান এএসআই আনোয়ারুল ইসলাম।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ