চীনে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ
রহস্যময় করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। কিছুতেই রোধ করা যাচ্ছে না এই ভাইরাসের বিস্তার। বরং তা আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে চীনে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ। খবর ‘আল-জাজিরা’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, বেশ কিছু দেশে কড়া বিধিনিষেধের কারণে আমরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছি। সে কারণে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চালু হবে না।
এ দিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে পৌঁছেছে। চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮০ জন।
এশিয়াবিডি/ ডেস্ক/ সাইফ